গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে রফিকরাজু ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য-এর সভাপতি জনাব গোলাম সাব্বির আলী পারভেজ-এর অর্থায়নে এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয় চক্ষু ক্যাম্পে রোগীদের জন্য ছিল –চক্ষু পরীক্ষা,অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, চশমা বিতরণ, চোখের অপারেশনের ব্যবস্থা এবং যাতায়াত, সম্পূর্ণ ফ্রি সেবা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম সাব্বির আলী পারভেজ।অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ বেলায়েত হোসেন মোড়ল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরচালা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব গোলাম হায়দার পলিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ আল-আমিন আকন্দ (এলএলবি)।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান ফকির বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক আহ্বানে আয়োজিত এই ক্যাম্পে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ।”আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আরও জনসেবামূলক উদ্যোগ নেওয়া হবে যাতে অসহায় মানুষের মুখে হাসি ফোটে, এবং চিকিৎসা সেবা কোনো অর্থনৈতিক বাধার মুখে না পড়ে।