নাটোর প্রতিনিধিঃ
বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে। আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনি কল গুলোর মধ্যে অন্তত একটি চিনি কল হলেও চালু করা।শুক্রবার ( ১৫নভেম্বর) বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াই এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য দেশে চিনির উৎপাদন বৃদ্ধি করে আমদানি কমিয়ে আনা। দেশে চিনিকল গুলো আবারও সচল করা। একারণে ইতিমধ্যেই ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের পিছিয়ে পড়া এলাকা গুলোতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে এসে সকলের জীবন উন্নয়ন করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন— শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.