রিপোর্টার// মোঃদেলোয়ার হোসেন
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় সপরিবারে ঢাকা থেকে নিজ বাড়ি নেত্রকোণা।
জেলার মোহনগঞ্জ থানা যাত্রাপথে ভালুকায় সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় যাত্রাবিরতি গ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, মহোদয় এবং সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রধান করে।
মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নিজ অভিজ্ঞতার আলোকে সম্মানিত পুলিশ সুপার ও জেলা প্রশাসক মহোদয়কে জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.