তৌহিদুর রহমান
স্টাফ রিপোর্টারঃ-
শার্শা যশোর।
বাগআঁচড়া ইউনিয়নের যুব দলের নেতা জাহিদ হাসান এর মৃত্যুর জানাযা নামাজে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত ছিলেন।
শার্শা,যশোর,বাগআঁচড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা জাহিদ হোসেনের (৪২) মৃত্যুর জানাজার নামাজে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি উপস্থিতি জানাজার নামাজ সমাপ্ত হয়।
মঙ্গলবার বিকাল চারটার দিকে যুব দলের নেতা জাহিদ হাসান ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বাগাআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উজ্জ্বল পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেনের ছেলে । মৃত্যু কালে তিনি ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে আত্মীয় স্বজনরা ও এলাকাবাশি শোকাহত।
আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার সময় বাগাআঁচড়া ইউনাইটেড হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তার জানাযা নামাজ শেষে বাগাআঁচড়া কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরুপ শোক প্রকাশ করেছেন শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু,শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আলমগীর কবির আলম, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, কয়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাহুল কুদ্দুস,কয়বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ,শার্শা থানা বিএনপি’র সদস্য মশিয়ার রহমান, সদস্য শহিদুল ইসলাম,শার্শা উপজেলা ছাত্র নেতা বিপ্লব হোসাইন,ছাত্রনেতা খাদিমুল বাসার সুমন,শার্শা থানা যুবদলের যুগ্ন আহ্ববায়ক মেহেদী হাসান,সদস্য আল উজায়ের সুজন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, রাজু মোল্লা,খন্দকার নাজমুল হক, প্রফেসর নুরুজ্জামান, কামরুজ্জামান মুন্না, হাসানুজ্জামান আশিক, মুন্নাসহ, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।