নিজস্ব প্রতিবেদক //
বান্দরবানে বাংলাদেশের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের জলকেলির খবর পাওয়া গেছে।রবিবার প্রকাশিত একটি ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়। সাংগ্রাই বাংলাদেশী মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম, যা প্রতিবছর এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে পালিত হয়। যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে রাখাইনরাও নিজস্ব নিয়মে সাংগ্রাইয়ের মাধ্যমে বর্ষবরণ করে নেয়। মারমাদের ক্ষেত্রে তাদের বর্মী বর্ষপঞ্জি অনুসরারেই এটি পালিত হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে আরাকান আর্মির সদস্যরা এই উৎসবকে কেন্দ্র করেই বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছিলেন। ভিডিওতে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবিকে দেখা গেলেও তাদের কোন কর্ম তৎপরতা লক্ষ্য করা যায়নি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.