ময়মনসিংহ জেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা মোঃ বোরহান উদ্দিন (৬০) তিনটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণ তার আত্মীয়-স্বজন হলেও, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা পোষণ করে আসছেন এবং পরিকল্পিতভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছেন।১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে সাদীর বেপারী ও মোঃ রানা সহ ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি বোরহান উদ্দিনের নিজ মালিকানাধীন ২১৭ খতিয়ানের ২৭৫৮ দাগের জমিতে প্রবেশ করে দা-কুড়াল দিয়ে আকাশি গাছ কেটে ফেলেন। এতে তার প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।১৫ মে ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে একই বিবাদীরা (সাদীর বেপারী, মোঃ রানা, শাজাহান, বাবুল ও বাচ্চু) সহ ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তি বেআইনিভাবে জমিতে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৩০টি আকাশি ও সেগুন গাছ কেটে ফেলে এবং তা নিয়ে চলে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে দাবি করা হয়। বাঁধা দিলে বিবাদীরা আবারও প্রাণনাশের হুমকি দেয়।যেখানে বাদী অভিযোগ করেন যে, পূর্ব বিরোধের জের ধরে তাকে বারবার হুমকি, ভয়ভীতি ও শারীরিক আক্রমণের মুখে পড়তে হচ্ছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।সাক্ষী হিসেবে একাধিক প্রতিবেশী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহান উদ্দিন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এলাকার লোকজন জানান সাদির বেপারি একজন মাদক কারবারি এবং সন্ত্রাসী কার্যকান্ডের সাথে জড়িত রয়েছে এবং বিএনপির নাম ব্যবহার এলাকা বাসীর কাছ থেকে চাঁদা দাবী করে। পাগলা থানার ওসি জানায় আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাপ রিপোর্টার : মোফাজ্জল হোসেন
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.