গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা হতে একটি বালুবাহী ট্রাক থেকে ১২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর আভিযানিক দল। বুধবার (১৬ এপ্রিল) রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রাকে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মোঃ আ. মজিদের ছেলে মোঃ সোহাগ শেখ (৩৯), নড়াইল জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মোঃ মিজানুর বিশ্বাসের ছেলে মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারি দামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে তারা।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.