স্টাফ রিপোর্টার মোঃ বদরুজ্জামান।
----------------------------------------------
ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা -১(তালা কলারোয়া) সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার ৮০/৯০দশকের সামরিক শাসক বিরোধী আন্দোলনের সাবেক সংগ্রামী ছাত্র নেতা। ফ্যাসিট শেখ হাসিনা সরকারের শাসনামলে মিথ্যা মামলার( ৭০ বছরের সাজাপ্রাপ্ত) দীর্ঘ পাঁচ বৎসর কারা বন্দী থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিস্ট খুনি হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়। তার কিছুদিন পরেই আদালত হাবিবুল ইসলাম হাবিবকে জামিন দিয়ে দেয়। শেখ হাসিনা সরকারের শাসনামলে কারাগারে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন।গেল কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনে সিনা হসপিটালে ৫ দিন যাবত ভর্তি রত অবস্থায় ছিলেন। কিছুটা শারীরিক সুস্থতা বোধ করলে তিনি বাসায় চলে আসেন। হাবিবুল ইসলাম হাবিব উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সকলের সম্মতি ক্রমে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের উদ্দেশ্য রওনা হবে। এজন্য তিনি তালা ওকলারোয়া সহ সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের মাটিতে ফিরে আসতে পারেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.