জীব ও বৈচিত্র্য আমাদের পরিবেশ এর ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করে পাশাপাশি তারা স্বাধীন ভাবে চলাফেরা করে এ-ই সব প্রাণী গুলো কে এলাকার কিছু দুষ্কৃতকারী এই জীব ও বৈচিত্র কে বিধ্বংস করার অপচেষ্টা চালায় গোপন সংবাদ এর ভিত্তিতে আজকে সকালের দিকে পোরশা থানা অফিসার ইনচার্জ মহোদয় এর নির্দেশ মোতাবেক সহকারী পুলিশ অফিসার শিপন বাবু ও তার সঙ্গীয় ফোর্স নিতপুর ইউনিয়ন এর গানইর গ্রামের হাতিখোঁচা নামক বিলে অভিযান চালায় মালিক বিহীন বেশ কিছু পাখি আটক করে এবং সেখানে ধুতকৃত পাখি গুলো কে দেখতে অনেক লোকজন ভীড় জমায় তাৎখনিক পাখি গুলো কে আবার অবমুক্ত করে দেন পুলিশ। এব্যাপারে সহকারী পুলিশ অফিসার শিপন বাবু কে জিজ্ঞেস করা হলে তিনি জানান জীব ও বৈচিত্র আমাদের দেশের সম্পদ এদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। গোপন সংবাদ এর ভিত্তিতে জেনেছি বেশ কিছু দিন যাবৎ এলাকার কিছু দুষ্কৃতকারী এই জীব বৈজিত্র পাখি গুলো কে ধরে বাজারে বিক্রি হচ্ছে সেই ধারা বাহিকতায় সরকার কর্তৃক নিষিদ্ধ আটক কৃত পাখি গুলো আমি অবমুক্ত করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। পরবর্তীতে আমার কার্যক্রম চলবে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি //
মোঃ কামরুজ্জামান
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.