মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুরঃ
৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের পাশে টিনশেডে ২৮ নভেম্বর শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করতে তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।তাবলিগ জামাতের 'শূরায়ে নিজাম' এর মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেন।
২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
এরপর আসন্ন বিশ্ব ইজতেমা সফল করতে দীনের মেহনতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাথীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন। এই উপলক্ষ্যে বিশ্ব ইজতেমার মাঠ তুরাগ তীরের পাশের টিনশেড জোড় ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.