নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে ৩টি স্বর্ণের বার সহ ১ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। সে ঢাকার রায়েরবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে।
১০ নভেম্বর রবিবার ভোর সাড়ে ৪ টায় এ আটকের ঘটনা ঘটে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার বেলা সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির এসআইপি'র সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশী করে জাহাঙ্গীর হোসেন স্বপন নামের ব্যক্তিকে ২ টি মোবাইল ও তার ডান পায়ের জুতার ভিতরে কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩ টি স্বর্ণেরবারসহ তাকে আটক করে। আটককৃত স্বর্ণের ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা এবং মোবাইল দুটির মূল্য ২১ হাজার টাকা। তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণেরবার ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কলারোয়া থানায় সোপর্দ এবং আটক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.