রিপোর্টার //মোঃদেলোয়ার হোসেন
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর তত্বাবধানে প্রতিদিন নিয়মিত মাদকদ্রব্য বেচা-কেনা ও মাদক ব্যবহারকারীদের নির্মূল সহ বিভিন্ন অপরাধ নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
এরই মাঝে ডিবি পুলিশের এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন মোঃ সাফায়েত হোসেন (৫২) এর চায়ের দোকানের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে ফাঁকা জায়গায় হইতে ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হুমায়ুন কবির (৩৪), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-ভরাডোবা পুরোরা নারাঙ্গীপাড়া, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.