ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টার নতুন করে আরো ২৮জন ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন এদের মধ্যে পুরুষ ৯৬ জন নারীর ১০ জন শিশু রয়েছেন ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪জন
infotvbd কে
শনিবার ২২শে জুলাই সকাল দশটায়এসব তথ্য নিশ্চিত করে বলেন। হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফরহাদ হোসেন হীরা তিনি জানান ভর্তি কৃতিত্ব রোগের অবস্থা স্থিতিশীল রয়েছে কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও আইসোলেশন ওয়ার্ডে অনেকেরই ঠাঁই হয় নাই তাদেরকে হাসপাতালের বারান্দায় রাখা হয়।
ভর্তি হওয়া রোগের অধিকাংশ ঢাকা ও তার আশেপাশে এলাকায় আক্রান্ত হয়েছে বলেও জানা যায়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.