ময়মনসিংহ নগরে শালবন বাস এখন চরপাড়া মেডিকেল কলেজ গেইট হতে চলাচল করছে ।
রিপোর্টার //মোঃ দেলোয়ার হোসেন
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগের টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব আরিফুর রহমান, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটারযান কর্মচারী ইউনিয়নের আলোচনা ক্রমে ২০ আগষ্ট রবিবার থেকে ত্রিশাল বাসট্যান্ড এর শালবন গাড়ীগুলো চরপাড়া মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে চলাচল করছে ।
মেইন রোডে বাসস্টেন থাকবে, ভালুকা থেকে ময়মনসিংহ কলেজ গেইটের সামনে যাত্রী উঠানামা করবে এবং এখানেই ইউটান করবে। এতে করে দুরপাল্লার জরুরী রোগী বা এম্বুল্যান্স আসা রোগীর বিরম্ভনার সৃষ্টি হবে ।
শুধুমাত্র চরপাড়া মোড়টাকে যানজট মুক্ত করাতেই বাসগুলো চরপাড়া মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে ছেড়ে যাবে, আইন শৃঙ্খলা
সুরক্ষায় ময়মনসিংহ জেলা পুলিশ ।