মোঃ শাহজালাল দেওয়ান,টঙ্গী,গাজীপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়তে টঙ্গীতে ছাত্র জনতা সমাবেশ ও রেলির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলের টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্র সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে টঙ্গীতে অনুষ্ঠিত ছাত্র জনতা সমাবেশে বক্তারা বলেন,জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকের এই মাদকবিরোধী আয়োজন। শহীদদের আত্মত্যাগ আমাদের সমাজকে মাদকমুক্ত করার অনুপ্রেরণা দেয়। ২০২৪ সালের আন্দোলনে আমরা ২ হাজার শহীদ এবং ৫০ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার মাত্র পাঁচ মাস পর আমরা দেখতে পাচ্ছি, মাদক ব্যবসায়ীরা এখনো সক্রিয়। যারা আগে চাঁদাবাজি করত, তারাও এখনো তাদের পুরোনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, আমরা ফ্যাসিবাদী সরকারকে হটাতে সক্ষম হয়েছি, তবে এর প্রতিরূপ এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অপরাধের রেশ আমাদের প্রশাসনের ভেতরে এখনো ছড়িয়ে আছে। সচিবালয় অগ্নিসংযোগ এবং অন্যান্য অপকর্ম এই অপশক্তিরই বহিঃপ্রকাশ। মাদকমুক্ত সমাজ গঠনের সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকার যেসব নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের হত্যার বিচার আজও হয়নি। শহীদদের প্রতি আমাদের দায়িত্ব হলো সেই বিচার নিশ্চিত করা এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন, তার বক্তব্যে পুলিশের সঠিক ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, পুলিশকে রাষ্ট্রের সকল কাজে ব্যবহার করা উচিত নয়। গত ১৭ বছর ধরে পুলিশকে একটি লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে, যা পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং সম্মানের জন্য অত্যন্ত ক্ষতিকর।তিনি আরও বলেন,পুলিশ জনগণের সেবক। তাদের মূল দায়িত্ব হলো আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে বিগত কয়েক বছর ধরে এ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, যা আমাদের সমাজ ও প্রশাসনের জন্য উদ্বেগজনক। তিনি আরো বলেন মাদক একটি সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি দূর করতে হলে অবশ্যই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে,সমাজের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ছাত্র সমাবেশে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা আহ্বায় আব্দুল্লাহ আল মুহিন,সদস্য সচিব মহসিন উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক,আকাশ ঘোষ,নাবিল আল ওয়াহিদ,মুখ্য সংগঠক সাইফুল ইসলাম আকাশ,মুখপাত্র বশির আহমেদ অপু সহ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ শাকিল মিনি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
ছাত্র জনতা সমাবেশে বক্তারা গাজীপুরের জনগণকে ২০২৪ সালের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানান। তারা বলেন, গাজীপুরের মানুষ যেন ২০২৪ সালের শহীদদের আত্মত্যাগ ভুলে না যায়, সেজন্য শহরের বিআরটি প্রকল্পের ফ্লাইওভারগুলো শহীদদের নামে নামকরণ এর দাবি জানায়। সমাবেশের শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এ একটি প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সরকারের বর্বরতার বিরুদ্ধে এবং শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়