মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। এ সময় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় দুই মাদক ব্যবসায়ী। গত শনিবার রাত ৯ টার দিকে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, মুজিবনগর থানার জয়পুর মোড়োতলা বিলের দিক থেকে আনন্দবাস গ্রামের দিকে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স এএসআই সাইফুল ইসলাম, এএসআই ইলিয়াস হোসেন, কং হেলাল উদ্দিন, কং বিপ্লব হোসেন অভিযানে নামেন। তারা রাত ৯ টার দিকে জয়পুর গ্রামের জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরে জনৈক সেন্টুর পুকুরের পাশে গোপনে অবস্থান নেন। কিছুক্ষণ পরে দুইজন লোক দুইটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পুলিশের নিকটবর্তী রাস্তায় পৌছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে মুজিবনগর উপজেলার আনন্দবাস পূর্বপাড়ার মৃত সদর মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও আনন্দবাস খ্রিষ্টানপাড়ার আরশাদ আলীর ছেলে সেলিম (৩৭) ব্যাগ দুটি ফেলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ থেকে পঞ্চাশ বোতল ভারতীয় অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পলাতক আসামীদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা গেছে আসামীরা এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে ও সহায়তায় ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। পলাতক আসামীদের বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারার অপরাধ করেছে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে ।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.