মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাতারহাট বন্দর ব্যবসায়ী(বনিক) সমিতির কার্য নির্বাহী কমিটি/২০২৪ গঠন করা হয়েছে। ১৬ অক্টোবর,বুধবার বেলা ১১ টায় পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ( গার্লস স্কুল) হলরুমে বন্দর ব্যবসায়ীদের বার্ষিক সাধারন সভায় এই কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্জ জিয়াউদ্দন সেলিম ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয় সৈয়দ জসিম উদ্দিনকে। ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, আমিরুল ইসলাম বেপারী, রেজাউল করীম খান, ফরিদ মোল্লা, সুনীল পাল সহ-সভাপতি, শিপন বেপারী সহ-সাধারন সম্পাদক, মোয়াজ্জেম হোসেন বাঘা সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিন সরদার অর্থ সম্পাদক, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন গাজী ধর্ম সম্পাদক, বাকের নাজির দপ্তর সম্পাদক, বাদল কৃঞ্চপাল ক্রীড়া সম্পাদক, মিজানুর রহমান পলাশ প্রচার সম্পাদক। সদস্য পদে মতিন বেপারী, হাজী আবুল কাশেম, মোশারেফ হোসেন হাওলাদার, শরফুদ্দিন তালুকদার, বাকের বেপারি, গোলাম মাওলা, আফসার হোসেন ও সুবাস চন্দ্র দাস। ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটির গঠনের জন্য আয়োজিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন, হাজী আবুল কাশেম হাওলাদার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে তাদের সকল সমস্যাই সমাধান হওয়া সম্ভব। ঐক্যের কোনো বিকল্প নাই। উপস্থিত ব্যবসায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন,ব্যবসায়ী শরফুদ্দিন আহাম্মেদ হিরু,সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক জমাদ্দার, ব্যবসায়ী সিরাজুল ইসলাম খন্দকার, পূবালী ব্যাংক,মেহেন্দিগঞ্জ শাখার ম্যানেজার শাহাবুদ্দিন, ব্যবসায়ী মোঃ শামীম, সুভাস চন্দ্র দাস, মোঃ বাকীউল্লাহ বাকের, মোশারেফ হোসেন হাওলাদার, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন গাজী, রেজাউল করীম খান
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.