শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভা।বৃহস্পতিবার ১ লা মে ২০২৫ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, প্রশাসনিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী।সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, মালিক শ্রমিক ভেদাভেদ থাকবে না। শ্রমিকের গাঢ়ে পা রেখেই মালিকরা মালিক হতে পারে না। পৃথিবীতে শ্রমিক মালিক একে অন্যের পরিপূরক।এসময় বিশেষ বক্তার বক্তব্যে আবদুল খালেক পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিকদের জন্য আদর্শ একটি যায়গা। এখানে শ্রমিকের প্রাপ্য মুজরি সবসময় নিশ্চিত ছিলো। চাঁদাবাজী হয়নি। সকলে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।আলোচনা সভায় নতুন পৃথিবীতে গড়ার প্রত্যয়ব্যাক্ত করেন বক্তারা।