মল্লিক মোঃ জামান, রামপালঃ
বাগেরহাটের মোংলায় বিএনপির’র ত্যাগী ও আওয়ামী দুঃশাসনে অত্যাচারিত নেতা-কর্মীদের বাদ দিয়ে মোংলা বিএনপি’র তদারকি কমিটি গঠন করায় এক প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
কমিটি প্রকাশের সাথে সাথে গতকাল শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় মোংলা পোর্ট পৌর সভার সামনে মোংলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃত মৃধা নজরুল ইসলাম’রপুত্র মৃধা ফাকরুল ইসলাম’র নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন থেকে শতশত নেতা-কর্মী অংশগ্রহন করেন এবং অবিলম্বে এ বিতর্কিত তদারকী কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান যে, গত ২৬ ডিসেম্বর, ২০২৪ জেলা বিএনপি’র একটি টিম তদারকী কমিটি গঠনের উদ্দেশে মতামত নেয়ার উদ্দেশে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বেএকটি দল মোংলায় আসে। এ সময় বিএনপি’র ত্যাগী ও স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ে অত্যাচারিত নেতা-কর্মীদের মত প্রকাশে বাঁধা দেয়া হয় এবং যারা আওয়ামী লীগের সময়ে লিয়াজো করে চলেছে, সুবিধা গ্রহণ করেছে, তাদের অনেককে এ কমিটিতে রাখা হয়েছে বলে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন। বক্তারা আরো বলেন যে, আমরা ব্যথিত এবং বিস্মিত হয়েছি এই দেখে যে, যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে যারা সুবিধা নিয়েছে, তাদের সাথে লিয়াজো করে চলেছে, তারা কিভাবে কমিটিতে স্থান পেল? আর যারা আওয়ামী দুঃশাসনের অত্যাচারে শিকার হয়েছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, সম্পদ হারিয়েছে, তারা কমিটিতে স্থান পেলোনা। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে এ বিতর্কিত তদারকী কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন তদারকী কমিটি করার জোর দাবী জানান। এ সময় মোংলা উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, জাকির হোসেন, সিরাজ সরকার, মোঃ বাদশা মিয়া, জাহাঙ্গীর ফকির, মাঃ মাসুম মেখ, মেহেদী হাসান,ওহিদ, আতিয়ার সহ বিএনপি’র শত শত ত্যাগী নেতা-কর্মী উপস্থিত ছিলেন।