স্টাফ রিপোর্টার মো:বদরুজ্জাম
----------------------------------------------
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক নুরুজ্জামান নুরু (৫৮) নিহত । তিনি উপজেলার ঝাউদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(১০ নভেম্বর ) সকালে ঝিকরগাছা বাজার থেকে বাজার করে বাড়িতে যাওয়ার পথিমধ্যে কৃর্তিপুরস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের নিকট এসে একটি চায়ের দোকান থেকে চা পান করে, বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
এরপর সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক পার হয়ে মহাসড়কের পাশধরে বাইসাইকেল যোগাযোগে বাড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী জৈনক এক ব্যক্তির মুরগীর খাবার পরিবহনের যশোর ট ১২৫৭ নং এর একটি কার্ভাটভ্যান তাকে ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে আমি সহ আমার টিম ঘটনা স্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারের সদস্যরা মামলা করবে না বলে আমাদের নিকট লিখিত দেওয়ার পরিপেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.