বরকুল নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদরাসা এর উদ্যোগে ২৫ মে ২০২৫ ইং রোজ রবিবার ইসলামীক মহা সম্মেম্মলন হয়,এতে প্রধান অতিথি
হিসেবে ছিলেন : শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস । প্রধান মেহমান হিসেবে ছিলেন : আসিকি মুস্তফা সাহেব ও সভাপতি হিসেবে ছিলেন - বরমী ইউনিয়ন কৃতি সন্তান সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সৌদি আরবের মক্কা মেছপালা মহানগর বিএনপির সভাপতি- আলহাজ্ব মোঃ এনামুল হক মোল্লা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক - ফজলুল হক মিলন এবং গাজীপুর জেলা পুলিশ সুপার মহোদয়, ও শ্রীপুর থানা উসি সাব মহোদয় এবং সাথে অন্যান্য প্রশাসন ছিলেন । এবং গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির, প্রভাবশালী সদস্য, সাক্ষাৎ হোসেন সবুজ। ও কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক - ইসহাক সরকার ও কৃষক দলের কেন্দ্রীয় কুঠির ও শিল্প বিষয় সম্পাদক - আব্দুল্লাহ আল নাঈম ও গাজীপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাহাদাত হোসেন শাহিন ও গাজীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি ও জেলা থানা ও ইউনিয়ন থেকে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । ওয়াজ মাহফিলে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক - ফজলুল হক মিলন, বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়ে যা বলেন, তিনি আল্লাহর কথা বলতে গিয়ে, দিনের খেদমত করতে গিয়ে, তাউদি জনতার পক্ষে কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতা ও পক্ষে কথা বলতে গিয়ে, তিনি লাঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্ত হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, এবং ফজলুল হক মিলন সাহেব বলেন যারা আলেমদের বেজ্জতি করেছে,কষ্ট দিয়েছে, যারা অহংকার করেছে, তারাই দেশ থেকে পালিয়েছে, এবং সকল জনগণের উদ্দেশ্য করে বলেন, আলেম যারা তারা হচ্ছে বৃক্ষ, আর এলেম হচ্ছে সে বৃক্ষর ফল, যদি বৃক্ষ কেটে ফেলেন, তাহলে এলেম বিচরণ হবে না, এই বাংলাদেশ জমিনে আলেমদের যখন ইজ্জত, সম্মান, পাইনা, তাই আমি মনে করি আজ দেশ থেকে শান্তি চলে গেছে । এবং সবার উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা এরকম আলেমদের সম্মান করি, ইজ্জত করি, এবং এই বাংলার জমিতে যে এমন কোন শাসক না আসুক, যে আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষে কথা বলেন, কোরআন হাদিসের বয়ান করেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন, সেই ধরনের শক্তির প্রতি যেন আঘাত না হয়, এমন কোন শক্তির বাংলার জমিনে না আসে ।
বিশেষ প্রতিনিধি //মিনহাজ উদ্দিন
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.