নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার মৃত গফুরের ছেলে কালাম ওরফে কালুকে ইট দিয়ে থেতলে হত্যা করেছে তারই আপন ভাতিজা শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শাহীন।জানা গেছে, গত রবিবার বিকালে নিহত কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে তার আপন ভাতিজা সন্ত্রাসী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করলে নিহত কালাম শাহীনকে প্রতিবাদ করে। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে তার চাচা কালামকে ইটদিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসী শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। ###
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মাছুম মিয়া
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.