আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ ঃপ্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো নাইট মিনী ক্রিকেট টুর্নামেন্ট । খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মোবারকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুর রহমান( মিঞা)
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় সাভার দুইটি দল অংশগ্রহণ করেন একটি নামোটিকরী যুব সংষ বনাম ইরাক সুপার দল টসে যেতেন না নামোটিকরী যুব সংষ ফিল্ডিংয়ে অংশগ্রহণ করেন ইরাক সুপার দল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ তৌহিদুর রহমান মিঞা (তৌহিদ মিঞা)
গদস্য, চাঁপাইনবাবগঞ্জে জেলা শাখা বিএনপি,
সাবেক চেয়ারম্যান
ও সাবেক সভাপতি
মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপি,
মোবারকপুর ইউনিয়ন পরিষদ,
শিবগঞ্জ, চঁাপাইনবাবগঞ্জ।
পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ লিটন আলী ডাঃ আব্দুল হাকিম(টুলু), আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লতিফ ডিলার ও সমাজসেবক রফিকুল ইসলাম স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.