মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সাগর আলী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত সাগর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ঝুট ট্রাক থেকে নামানোর প্রস্তুতিকালে একই ট্রাকের হেলপার সাগর আলী চাকার নিচে পড়ে পিষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশাঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রামেকে পৌঁছানোর আগেই সাগর মারা যায় বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি( তদন্ত )রফিকুল ইসলাম বলেন তাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.