নাটোর প্রতিনিধিঃ
লাললপুরে মদপানে বিষক্রিয়ায় সামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সামিউল। তার বাড়ি সবজি পাড়ায়। সে বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের জুটু সরদারের নাতি।
জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে বিলমাড়িয়ার চরে ৫ বন্ধু মিলে মদ পান করে। পরে ১৫ নভেম্বর ভোরে তারা দুইজন অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সামিউল মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.