পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চারগরবদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষকের প্রায় ৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জুলহাস খান বাদী হয়ে মোঃ জাকির খানকে একমাত্র অভিযুক্ত করে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত জাকির খান দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকালে জুলহাস খানের বাড়ির উত্তর পাশে থাকা কলাবাগানে লাগানো প্রায় ৫০টি কলাগাছ কেটে দেন। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।জুলহাস খান জানান, তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত জাকির খান ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।অভিযুক্ত মোঃ জাকির খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন যে, তিনি কলাগাছ কেটেছেন।এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, "জুলহাস খান থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.