তৌহিদুর রহমান
স্টাফ রিপোর্টারঃ-
শার্শা, যশোর।
যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসুচীর আওতার ১৬৮ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সরোয়ার মোল্লার বিরুদ্ধে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্প্রতিবার (১৪ নভেম্বর) গোগা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদ সরদার এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সুত্রে জানা গেছে,শার্শা উপজেলার ৬ নং গোগা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কালিয়ানি গ্রামে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় শাহাজান ডিলার কার্যক্রম করতো।বিগত ৫ আগষ্ট তারিখের পর নানামুখী দূর্নীতি কারনে শাহাজান আত্বগোপনে আছে।শাহাজান আত্বগোপনে থাকার পর থেকে গ্রামের স্থানীয় মানুষ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সাথে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার কার্যক্রম দেখাশুনা করছে।
কিন্তু হঠাৎ ১৪ নভেম্বর বৃহস্প্রতিবার সকালে চাউল বিতরনের আগে গোগা গ্রামের মৃত সাবুর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক সরোয়ার মোল্লা গোডাউনের তালা খুলে জোর পুর্বক ১৬৮ বস্তা নিয়ে চলে যায়।এ খাদ্যবান্ধব কর্মসুচীর চাউল বাংলাদেশ সরকার সাধারন জনগনের জন্য বরাদ্দ করেছে।কিন্তু সরোয়ার মোল্লা ১৬৮ বস্তা চাউল জোর পুর্বক নিয়ে আত্নসাৎ করার চেষ্টা লিপ্ত হয়েছে।
অভিযুক্ত সরোয়ার মোল্লা জানান,খাদ্য বান্ধব কর্মসূচির ৬ নং ওয়ার্ডের চাল নিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে আত্মসাৎ/লুটের এর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমি অফিসের বাহিরে আছি।অভিযোগ হয়েছে কিনা এখনো জানিনা।যদি কোন অভিযোগ পায় তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.