আহসান হাবীব, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বুদ্ধু আলির ছেলে আরিফ উদ্দিন(৩০)। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জে থেকে ছেড়ে আসা একটি ট্রাক টার্মিনাল এলাকায় সোনামসজিদ থেকে চককীর্তি গামী পেঁয়াজ বোঝাই একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাকসহ চালক পালিয়ে যায়। । ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে করা হয়েছে। ময়ণা তদন্তের জন্য প্রস্তুতি চলছে। তবে পারিবারিক ভাবে আবেদন পেলে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.