আহসান হাবীব,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রনের আওতায় ২ লক্ষাধিক ছাগল ও ভেড়াকে পিপিআর মুক্তকরণে পিপিআর টিকা প্রয়োগ করা হচ্ছে। মঙ্গলবার সকালে ১৮দিন ব্যাপি চলা পিপিআর টিকা প্রয়োগের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেটেরিনারী সার্জন ডা. মো. আবু ফেরদৌসসহ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে ১৩ হাজার ৫৭০টি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রয়োগ করা হয়। বুধবার দ্বিতীয় দিনে ১৫ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১২ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রয়োগ করা হবে।