মোঃ শাহজালাল দেওয়ান: শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যশালার ফটকের সামনে নাট্যকর্মীদের একটি প্রতিবাদ সমাবেশে হামলা হয়েছে। সন্ধ্যায় একদল উত্তেজিত তরুণের সঙ্গে নাট্যকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত ২ নভেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনে “নিত্যপুরাণ” নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এই সমাবেশের আয়োজন করে। হামলার বিষয়ে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। সমাবেশের শেষ দিকে শ্রদ্ধেয় নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বক্তব্য রাখছিলেন। এ সময় একদল তরুণ উল্টো দিক থেকে এসে আমাদের ওপর ঢিল ছোড়েন এবং চিৎকার করতে থাকেন যে শিল্পকলায় তারা কাউকে নাটক করতে দেবেন না।” তিনি অভিযোগ করেন, ওই তরুণদের নিবৃত্ত করতে গেলে কয়েকজন নাট্যকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন। তিনি জানান, তরুণরা নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের শরিক হিসেবে পরিচয় দেন, যদিও তারা কেউ শিল্পকলার সাথে যুক্ত নন। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত তরুণদের দলটি রাত ৮টা পর্যন্ত সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমির আশপাশে অবস্থান করছিল বলে নাট্যকর্মীরা জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ। সমাবেশের শেষদিকে মামুনুর রশীদের বক্তব্য চলাকালে ডিম ছোড়ার ঘটনা ঘটে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমীন জানান, এ ঘটনার সঙ্গে একাডেমির কোনো সম্পৃক্ততা নেই, নাট্য সংগঠনটি নিজ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করেছিল।
হামলার বিষয়ে আরও বিস্তারিত জানাতে শনিবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।