মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ফুলবাড়িতে সাবানা খাতুন নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১টায় তার সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে দর্শনা থানা পুলিশ। সাবানা খাতুন (২৯) দর্শনা ফুলবাড়ির ইউসুফ আলীর মেয়ে ও একই গ্রামের মোশাব কাক্কার স্ত্রী।জানা গেছে, সাবানা খাতুনের ৭ বছর বয়সী মারিয়া খাতুন নামে একটি কন্যা সন্তান রয়েছে। সে খেলাধুলার সময় তার পায়ের নুপুর হারিয়ে ফেলে। এ ঘটনায় তার মা সাবানা খাতুন তাকে নুপুর হারানোর জন্য বকাবকি করেন। এ বকাবকির কারণে সাবানা খাতুনকে তার শ্বশুর মোলাম আলী কিছুটা রেগে পুত্রবধূর সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে শ্বশুরের ওপর অভিমান করে রবিবার বিকেলের দিকে বাড়ির সকলের অজান্তে পুত্রবধূ সাবানা খাতুন বিষপান করেন।সাবানার সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী দর্শনা থানা পুলিশের এসআই তাকবিন জাহান পলি জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে রবিবার বিকেল সাড়ে ৬টায় আমরা পরিবারের নিকট থেকে লাশ উদ্ধার করেছি। আজ সোমবার বেলা ১টার দিকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.