গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামী আল আমিন (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর। গত ১৭ মে রাত ৯টা ৫০ মিনিটে মাওনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।র্যাব জানায়, ২০২৫ সালের ১ মে সন্ধ্যায় শ্রীপুর থানার যোগীরসিট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিম নাজমুল হক (৩৫) কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। হামলায় নাজমুল হকের বাবা-মাও গুরুতর আহত হন। নিহতের চাচা মোঃ হাবিজ উদ্দিন শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখঃ ০২/০৫/২০২৫)।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে বিস্তর coverage পায়। মামলার পর র্যাব-১ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রধান আসামী আল আমিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.