গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও শ্রীপুর মডেল থানার পাশে একটি ময়লার স্তূপ দীর্ঘদিন ধরে দূর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। স্থানীয় কিছু বাসাবাড়ির লোকজন নিয়মিতভাবে এখানে ময়লা-আবর্জনা ফেলায় জমে উঠেছে বিশাল একটি ভাগাড়। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতি মাসে প্রতিটি ফ্লাট থেকে ১৫০ টাকা করে ময়লা অপসারণের নামে টাকা নিলেও, পৌরসভার নজরদারি নেই বললেই চলে। ফলে কিছু লোকজন সুবিধা নিয়ে নির্ধারিত স্থানের বাইরে, রাস্তার পাশে ময়লা ফেলে চলেছেন। বৃষ্টির পানিতে এসব ময়লা পঁচে যাচ্ছে, এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং চারপাশে সৃষ্টি হচ্ছে ভয়াবহ মশার প্রজনন কেন্দ্র।
ফ্ল্যাটের ভাড়াটিয়ারা বলছেন, নিয়মিত টাকা দেওয়ার পরও এই পরিস্থিতি অমানবিক। শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার সময় দূর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছে।জমির মালিক আজাদ মণ্ডল বর্তমানে অসুস্থ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।স্থানীয়রা দ্রুত এই ভাগাড় অপসারণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: মোফাজ্জল হোসেন
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.