পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় কেন্দ্রীয় কালী মন্দিরে শুরু হল সাতদিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্মম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যে কয়টি দল অংশগ্রহণ করবেন শ্রী শ্রী ব্রজ নন্দন সম্প্রদায় সাতক্ষীরা রাই রসরাজ সম্প্রদায় গোপালগঞ্জ। শ্রীশ্রী প্রতিমা সম্প্রদায় মাদারীপুর। শ্রী শ্রী রায়ঠাকুর সম্প্রদায় বরিশাল। শ্রীশ্রীনন্দগোপাল সম্প্রদায় পটুয়াখালী। শ্রী শ্রী রাধা কুঞ্জ সম্প্রদায় গোপালগঞ্জ। দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরব্যাপী এই অনুষ্ঠান৫৬ বছর ধরে অখন্ডভাবে চলে আসছে এই মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার বনিক সাধারণ সম্পাদক তাপস দত্ত। হিন্দু সম্প্রদায় মানুষ এটা বিশ্বাস করেন ভগবান বলেছেন আমি বৈকন্ঠে বাস করি না। যোগী হৃদয়ও বাস করি না যেখানে আমার নাম কীর্তন করে সেখানেই আমি অবস্থান করি। এ বিশ্বাসকে সামনে রেখেই হিন্দু সম্প্রদায় এ নাম কীর্তনের আয়োজন করে।সনাতন ধর্মের মানুষেরা এ নাম কীর্তনের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। এ নাম কীর্তনের মাধ্যমে সনাতন ধর্মের মানুষেরা এটা বিশ্বাস করেন যে নাম কীর্তন করা হলে স্বয়ং ভগবান সেখানেই অবস্থান করেন এবং ভক্তের দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ দিয়ে আলোর পথের নিদর্শন দেবেন এবং দুনিয়ায় সুখ শান্তিতে থাকার ব্যবস্থা করে দেবেন।