আত্রাই উপজেলা সমবায় কাযালয়ের আয়োজনে ও জেলা সমবায় কাযালয়ের তত্বাবধানে আত্রাই উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা হলরুমে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ভ্রাম্যমান প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদন করেন আত্রাই উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন, অনুরুদ্ধ মূখাজি পরিদশক নওগাঁ জেলা সমবায় অফিস, মোঃ শামিম রেজা জেলা সমবায় অফিস নওগাঁ, মোঃ জাকির হোসেন অফিস সহকারী আত্র্রাই সমবায় কাযালয়। বক্তব্য রাখেন রিতারাণী পাল সদস্য জাগরন মৃৎ শিল্প বিশা,মোঃ জামাল উদ্দিন ভোঁপাড়া পল্লী সেবা বহু মূখী সমবায় সমিতি প্রমূখ। প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পকে ধারনা,সমবায় ভিত্তিক উন্নয়ন মূলক কমকান্ডের বিস্তর করন ও সমবায়ীদের দক্ষ জনগোণ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
প্রওতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
ব্যুরোচীফ রাজশাহী
ক্যামেরায়ঃ- শিপ্র রানী।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.