নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ইমাদ পরিবহনের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহতের নাম আমানউল্লাহ (৬৫)। তিনি সদরের তাতলতা এলাকার মৃত বরকতউল্লাহর ছেলে। এবিষয়ে সেখানে উপস্থিত লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম ও পাটকেলঘাটা থানার (ডিএসবি) মোঃ আবু হাসান নিহতের পরিচয় নিশ্চিত করে জানার বুধবার বেলা ১২ টার দিকে পাটকেলঘাটা থানার অন্তর্গত ত্রিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তারা বলেন ঢাকা হতে ছেড়ে আসা দ্রুতগতির ইমাদ পরিবহনের সাথে ব্যাটারি চালিত ঐ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে পালিয়ে যাওয়া পরিবহনটি সাতক্ষীরা থানা পুলিশ সাতক্ষীরা বাইপাস রোডের লাবসা মোড় হতে আটক করা হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছেন আমরা শুধু সহযোগীতা করছি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.