নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬ দিকে এ'ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের মাধবকাটি এলাকার আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (৩৬), তালা জেঠুয়া জালালপুর গ্রামের মৃত সামছুল ফকির এর ছেলে মোঃ আসাদুল ফকির (৫৫) ও তালা সুজনসাহা এলাকার আজিজ এর ছেলে সেলিম (৩০)। সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এস আই বিশ্বজিৎ সরকার জানান ৩ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষেই এই ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.