নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জারি গান অনুষ্ঠিত হয়েছে। (২৭ অক্টোবর) রবিবার বিকেলে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর বাজারে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জারি গান পরিবেশন করেন প্রধান শিল্পী আবু দাউদ বয়াতিসহ দলের অন্য শিল্পীরাও। উক্ত জারি গানের মাধ্যমে এলাকার মানুষের মাঝে গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, করণীয় ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে উৎসাহিত করা হয়। স্থানীয়দের আয়োজনে জারি গানটিতে সার্বিক সহযোগিতা করে রূপান্তর। অনুষ্ঠানে স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ এলাকার ৩ শতাধিক নারী, পুরুষ, যুবক ও শিশুরা উপভোগ করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.