নাজমুল আলম মুন্নাঃ স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তারআগে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী আলি হোসেন। এছাড়া অনুষ্ঠানে রূপান্তর, সেভ দ্যা চিলড্রেন, ফ্রেন্ডশীপ, প্যাকটিক্যাল এ্যাকশনসহ রূপান্তরের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রোগ্রামের সাতক্ষীরা শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.