নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনিতে অস্ত্রগুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (১৭ নভেম্বর) গ্রেফতারকৃতদের আশাশুনি থানায় হস্থান্তর করা হয়। এরআগে, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে আশাশুনি উপজেলার ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, একটি স্মার্ট মোবাইল, তিনটি বাটন ফোন, দুইটি ছুরি, একটু কুড়াল, চাপাতি তিনটি, চারটা রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ রজব আলী গাজীর ছেলে আব্দুল খালেক (৪৫), একই এলাকার বাবর আলী গাজীর ছেলে উজ্জল হোসেন, কুড়িকাহুনিয়া গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে আনারুল ইসলাম। গ্রেফতার আব্দুল খালেকের নামে আশাশুনি থানায় ১২ টি মামলা, উজ্জল গাজীর নামে ৭ টি মামলা, আনারুল ইসলামের নামে ৮ টি মামলা রয়েছে। সেনাবাহিনী সুত্রে জানা যায়, শুক্রবার রাতে আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক ৩ জন চাঁদাবাজ এর কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে তথ্য পায়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ, আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করেন। রোববার তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল আরিফুল হকের নেতৃত্বে একটি টহলদল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার আটকৃতদের উদ্ধার হওয়া অস্ত্রসহ আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.