সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ফেন্সিডিল, ঔষধ ও শাড়ী জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ ডিসেম্বর শনিবার ব্যাটালিয়ন অধিনস্থ সাতক্ষীরা সদরের পদ্মশাখরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়েছে। এছাড়া কলারোয়ার কাকডাংগা বিওপির সীমান্ত এলাকা ভাদিয়ালি মাঠে অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং
হিজলদী বিওপির সীমান্ত এলাকা বড়ালী নামক স্থান বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে দৌরে ঘন জঙ্গলে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.