নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা:
মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য; তখন রাজাকার, আল-বদর, আল শামস বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বাঙালীর সেই মহান সূর্য সন্তানদের স্মরনে নানা কর্মসূচির মধ্যদিয়ে সেই দিনটি পালন করছে সাতক্ষীরাবাসী।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিষয় আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি, জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি আবু বক্কার সিদ্দিক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ আরো অনেকে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.