কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
শিক্ষার মান উন্নয়ন, শির্ক্ষাথীদের শিস্টাচার বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙখলা রর্ক্ষাথে নাটোরের সিংড়ায় শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দমদমা পাইলট স্কুল ও কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিংড়া পৌরসভা ও ৯ নং তাজপুর ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক ও অভিভাবক এ সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনামুলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিন প্রমূখ।