কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়ায় শ্রমিক লীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সেন্টু (৪২), ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক (৪০), পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম (২৮), লালোর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি
মোঃ শামসুল ইসলাম (৭০), লালোর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (৩৫), ও আওয়ামী লীগ কর্মী মোঃ আল মাসুম (৪০)
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ২০১৮ সালের ঘটনায় গত সেপ্টেম্বর মাসে বিএনপি ও যুবদল নেতাদের দায়েরকৃত পৃথক মামলায় তারা অভিযুক্ত। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.