কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও মতবিনিময় করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এস এম জার্জিস কাদির বাবু। সোমবার রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম ঈদগাহ মাঠে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীতা ঘোষণা করেন জার্জিস কাদির বাবু। মো. মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রভাষক মো. আলী হাসান ও আউয়াল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, পুত্র এস এম অনিন্দ্য জার্জিস, গ্রামবাসী সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আত্তাব, সরদার মোহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির বাবু বলেন, অবশ্যই আমি মৌগ্রামের কৃতি সন্তান, সিংড়ার যেকজন সূর্য সন্তান রয়েছে আমি তার মধ্যে একজন। আমি ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার, জজ হ্যারিসন স্বাধীনতা পুরষ্কার, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক পেয়েছি। সুতরাং এ সকল বিচারে এই গ্রামের সমস্ত কিছু উচ্চতর কর্মকান্ড ও অর্জনের ক্ষেত্রে আমিই প্রথম এবং গ্রামবাসী যদি বলে আমি মৌগ্রামের কৃতি সন্তান, তাহলে এটাই সত্য। তিনি আরও বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলস্রুতিতে আমার রাজনীতিকে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.