স্টাফ রিপোর্টার ।
বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেলের মধ্যে নামকরা চ্যানেল মাই টভি এবং গ্লোবাল টিভি হইতে বহিষ্কৃত সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অত্যাচার অতিষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান, বাদ পড়ে নাই সাংবাদিক ।
০২.১০.২০২৩ইং তারিখ সকাল হইতে টঙ্গীতে অবস্থিত স্বনামধন্য টঙ্গী সাংবাদিক ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি দীর্ঘ বছর যাবৎ নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে যার নেতৃত্বে টঙ্গী সাংবাদিক ক্লাব পরিচালনা করে আসছেন মোহাম্মদ আওলাদ হোসেন। টিভি চ্যানেল হইতে বহিষ্কৃত সাংবাদিক মহিন উদ্দিন রিপন তাকে উদ্দেশ্য করে ফেসবুকে বিভিন্ন ওনৈতিক ও মিথ্যা স্ট্যাটাস দেন । বিভিন্ন সাংবাদিক ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দেখে, মোহাম্মদ আওলাদ হোসেন কে বিষয়টি জানান ।
বিষয়টির সততা জানার জন্য, মোহাম্মদ আওলাদ হোসেন, মহিন উদ্দিন রিপনকে সামনে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি প্রশ্ন করেন কেন সে উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছেন।
বিষয়টি জানতে চাওয়ার কারণে, মহিন উদ্দিন রিপন, মোহাম্মদ আওলাদ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে মোহাম্মদ আওলাদ হোসেন টুঙ্গি পূর্ব থানা ডিউটি অফিসারের রুমে অভিযোগ করতে যান । ডিউটি অফিসারের রুমে যাওয়ার পর মহিন উদ্দিন রিপন এবং তার ভাই ডিউটি অফিসারের রুমে উপস্থিত হয়ে মোহাম্মদ আওলাদ হোসেনকে আবারো গালিগালাজ এবং প্রাণ নাসের হুমকি দেন। মোহাম্মদ আওলাদ হোসেন অভিযোগ করে থানা হইতে বের হয়ে, তার নিজ ক্লাবে যান।
মোহাম্মদ আওলাদ হোসেন, তার ক্লাবের কাজকর্ম শেষ করে, অনুমানিক রাত ১১ টার সময় বাসার উদ্দেশ্যে রওনা দেন। কলেজগেট এলাকায় পৌঁছলে মহিন উদ্দিন রিপন এবং তার সহযোগীরা মোহাম্মদ আওলাদ হোসেনকে রাস্তা রোধ করে এলো পাথারী মার শুরু করে । এবং তার নিকট হইতে নগদ টাকা-পয়সা এবং তার গলায় থাকা স্বর্ণার চেন নিয়ে যায় ।
যাওয়ার সময়, তারা হুমকি দিয়ে যান যে, যদি এই বিষয় থানায় কোন অভিযোগ হয়, তাহলে তারা আওলাদ হোসেনকে প্রাণে মেরে গুম করে ফেলবে এবং তার ফ্যামিলিকে ও মেরে ফেলার হুমকি দেন।
মোহাম্মদ আওলাদ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যান। ০৩.১০.২০২৩ইং তারিখ টঙ্গী পশ্চিম থানায় তার এবং ফ্যামিলির জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, তজন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.