মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা-৭ এ থাকা একটি ট্রাক পাঁচ দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নয়টি ট্রাকের মধ্যে এখন পর্যন্ত চারটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি ফেরি, খোঁজ মেলেনি ফেরির সহকারী ইঞ্জিনচালক হুমায়ুন কবিরেরও
রোববার ২১ জানুয়ারি সকালে ঘন কুয়াশা ও তীব্র বাতাসের কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়। এরপর পদ্মা নদীতে ডুবে থাকা একটি ট্রাকের সন্ধান পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করা হয়।
তীব্র শীত, কুয়াশা আর বাতাসের কারণে উদ্ধারের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।
ফেরি উদ্ধারে হামজা ও রুস্তম ব্যর্থ হওয়ার পর পাটুরিয়াতে আসা প্রত্যয়ও একা ফেরি উদ্ধার করতে পারছে না। এজন্য এবার নারায়ণগঞ্জ থেকে আসছে ঝিনাই-১। এটি পৌঁছালে ফেরি উদ্ধারের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়। ডুবে থাকা রজনীগন্ধার নিচ দিয়ে লিফটিং পদ্ধতিতে সলিং ওয়্যার টানার কাজ করেছে প্রত্যয়। বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ, নৌ-বাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সলিংয়ের কাজ করেছে
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.