নারীদের আরও স্বাবলম্বী এবং আগ্রহী করতে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হস্তশিল্পজাত পণ্যকে আমি ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। কারণ আমরা চাই এটি আমাদের নারীদের কর্মসংস্থান বাড়াবে এবং অর্থনৈতিকভাবে নারীরা স্বাবলম্বী হবে। অনেকেই যারা গৃহ কর্ম করেন তারা সেটির পাশাপাশি এই কাজ করতে পারবেন। ফলে তাদের জন্য সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
প্রধানমন্ত্রী বলেন,
আমরা ২০২৬ সালে উন্নয়নশীল দেশের কাতারে আসব। তাই আগামীর চ্যালেঞ্জ এবং সুযোগ মোকাবিলা করার জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। উন্নয়নের স্বার্থেই প্রয়োজন ছিল সরকারে আসার। আমাদের প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না।
পাট, চামড়াসহ রফতানি পণ্য নিয়ে গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর। পাশাপাশি গার্মেন্টসকে যে সুযোগ দেয়া হয়েছে বাকিসহ পণ্যেও সব সুযোগ দেবার তাগিদ দিয়েছেন তিনি
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.