আর এমনি ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড সুবলপুর গ্রামে।১৭ই মে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হল দুই বছর বয়সী শিশু পুত্র রতনের।
এলাকা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রতনের বাবা মিন্টু রতনকে তার বাড়ির পাশেই দাদার বাড়িতে খেলা করার জন্য রেখে যায়। এরপর রতন খেলতে খেলতে পরিবারের অজান্তেই তার দাদার বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এরপর তার দাদি জামেনা খাতুন পুকুরের পাশে কাজ করতে গেলে দেখতে পাই রতন পানিতে ভেসে আছে। এরপর তার দাদীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত রতনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।সেখানে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত হিসেবে ঘোষণা করে। আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, খবরটি আমরা শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এছাড়াও তদন্ত-পূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মোঃ মুনাইম হোসেনের
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.