মঙ্গলবার ভোর সকালে এ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের খানের সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে সেখানে সমৃদ্ধিএক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল এদিকে ভোর বেলায় আচমকা একটি ক্রেন এলাকার কর্মরত শ্রমিকদের মাথায় ভেঙ্গে পরে, যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ১৭ জন শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী এনডিআর একটি দল শুরু হয়েছে উদ্ধার কাজ ওই ক্রেনটি মূলত বড় বড় বহুতল রেলের সেতু কিংবা সড়ক নির্মাণের কাজে ব্যবহার করা হয় বিশাল আকৃতির লোহার বস্তু কিংবা ইস্পাত সরাতে কাজে লাগে ক্রেনটি । ক্রেনটি ভেঙে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। পরে মুখ্যমন্ত্রী নিহতদের এক এক পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করেন।
পাশাপাশি এ দুর্ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছেন শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে আরো ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার জন্য ঘোষণা করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.